1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারপ্রাপ্ত সভাপ‌তি এসএম মোর্শেদের সকল কার্যক্রম স্থগিতাদেশ আদালতের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান খেতাব-বঞ্চিত সেক্টর কমাণ্ডার মেজর জলিল ও মেজর জয়নুলকে স্বীকৃতিদানের জন্য অধ্যাপক বার্ণিকের আহ্বান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত ! পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

ভারপ্রাপ্ত সভাপ‌তি এসএম মোর্শেদের সকল কার্যক্রম স্থগিতাদেশ আদালতের

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৬৭ বার

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌লের প‌রিচালনা প‌রিষ‌দের আজ ১৯ জুন ৪০তম সাধারণ সভার উপর স্থগিতা‌দেশ দি‌য়ে‌ছেন আদালত। একই সা‌থে ভারপ্রাপ্ত সভাপ‌তি প‌রিচ‌য় দানকারী এসএম মোর্শেদ হো‌সেনকে উক্ত প‌রিচয় দি‌য়ে কোন রকম কার্য প‌রিচালনা না কর‌তেও নি‌র্দেশ প্রদান ক‌রে‌ছেন আদালত।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌লের আজীবন সদস্য মোঃ সাজ্জাদ আলী ও আ‌নোয়ারুল হক বাদী হ‌য়ে ৪০তম সাধারণ সভার কার্যক্রম স্থ‌গিতসহ ক‌মি‌টির ২৫ জনকে বিবাদী ক‌রে এবং তা‌দের কার্যক্র‌মের বিরু‌দ্ধে এক‌টি মামলা ( মামলা নং ৪৪৮/২০২১) দা‌য়ের ক‌রেন। ওইদিন আদালত তা আম‌লে নি‌য়ে ৪০তম সাধারণ সভা ও হাসপাতা‌লের ভারপ্রাপ্ত প‌রিচয় দানকারী এসএম মো‌র্শেদ হো‌সেন‌কে এই প‌রিচ‌য়ে কোন রুপ কার্য প‌রিচালনা কর‌তে পার‌বে না ম‌র্মে গত ১৬ জুন দুপু‌রে চট্টগ্রা‌ম সি‌নিয়র সহকারী জজ ২য় আদালত এ আ‌দেশ দেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বাদী প‌ক্ষের আইনজীবী এড‌ভো‌কেট সে‌লিম উ‌দ্দিন।
একই সা‌থে কার্যকরী ক‌মি‌টির সভাপ‌তি কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না‌ হওয়ার পরও সহ-সভাপ‌তি ভারপ্রাপ্ত সভাপ‌তি হিসা‌বে সকল কার্যক্রম প‌রিচালনা ক‌রে যা‌চ্ছেন যা সম্পূর্ন বেআইনী ও এখ‌তিয়ার ব‌র্হিভূত। এসব বিষয় আদাল‌তে উপস্থাপন কর‌লে আদালত এই রায়‌ দেন। আদালত গুরুত্ব বি‌বেচনা ক‌রে ১৯ জুন তার পরব‌র্তি কোন তা‌রিখে সাধারণ সভা প‌রিচালনা কিংবা ভারপ্রাপ্ত সভাপ‌তি প‌রিচ‌য়ে এসএম মো‌র্শেদ হো‌সেন‌কে ‌কোন প্রকার কার্য প‌রিচালনা না করার বিষ‌য়ে আদালত আ‌দেশ দেন ব‌লেও জানান এই আইনজীবী।

বিশেষ সূত্রে জানা যায় প্র‌তি তিন বছর পর পর নির্বাচ‌নের মাধ্য‌মে হাসপাতা‌লের কার্যকরী ক‌মি‌টি গ‌ঠিত হয়। সেই হিসা‌বে ২০১৭-২০ ৩০শে জুন ক‌মি‌টির মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার পরও নি‌জে‌কে হাসপাতা‌লের ভারপ্রাপ্ত সভাপ‌তি প‌রিচয় দি‌য়ে বেআই‌নি ভা‌বে ক‌মি‌টির একাংশ কে নি‌য়ে এসএম মো‌র্শেদ হো‌সেন বহাল ত‌বিয়‌তে কার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছে। এই নি‌য়ে হাসপাতা‌লের প‌রিচালনা প‌রিষ‌দের সদস্যসহ ই‌সি মেম্বা‌রের ভিত‌রেও চল‌ছে নানান গুঞ্জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌ল প‌রিচালনা প‌রিষ‌দের সভাপ‌তি কর্তৃক ক্ষমতা হস্তানান্তরে কোন প্রকার দাল‌লিক প্রমাণ ছাড়া এতবড় বিশাল হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপ‌তির গুরু দা‌য়িত্ব পাল‌নে ম‌রিয়া সহ -সভাপ‌তি এসএম মো‌র্শেদ হো‌সেন। সহ-সভাপ‌তি থে‌কে ভারপ্রা‌প্ত সভাপ‌তির দা‌য়িত্বে পাল‌নে ক্ষমতা অর্প‌ণের হাসপাতা‌ল প্রশাস‌ন কর্তৃক নেই কোন রেকর্ড।

হাসপাতা‌লের ভারপ্রাপ্ত সভাপ‌তি প্র‌ফেসর ডাঃ তা‌হের খাঁন থে‌কে জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, গত বছ‌রের ক‌রোনা কা‌লিন সম‌য়ে আ‌মি অসুস্থ ছিলাম, তাই ভার্চুয়ালী মি‌টিং করার জন্য আ‌মি নি‌র্দেশ প্রদান ক‌রি, এসময় প‌রিচালনা প‌রিষ‌দের সদস্যরা ভার্চুয়ালী মি‌টিং কর‌তে অপরাগত প্রকাশ করলে সহ-সভা‌পতি এসএম মো‌র্শেদ হো‌সেনকে আ‌মি মৌ‌খিক ভা‌বে বলে‌ছিলাম হাসপাতা‌লের নি‌য়ো‌মিত মি‌টিং গু‌লো প‌রিচালনা কর‌তে। খোদ তি‌নি নি‌জেই শিকার ক‌রেন ভারপ্রাপ্ত সভাপ‌তি হিসা‌বে দা‌য়িত্ব পালন কর‌তে লি‌খিত ভা‌বে কিংবা প‌রিচালনা প‌রিষ‌দের সিদ্ধান্ত মোতা‌বেক কোন প্রকার অনুম‌তি দেওয়া হয়‌নি। যথাযত প্র‌ক্রিয়া ছাড়া দা‌য়িত্ব হস্তানান্তর করা যায় কিনা জান‌তে চাই‌লে তি‌নি তা এ‌ড়ি‌য়ে জান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম