1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনপুরায় নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে তাকমীলে হাদিস সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চকরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৪৭জন কর্মকর্তা-কর্মচারীর “অবসর সংবর্ধনা” তারুণ্যের উৎসব’ উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ-ব্যারিস্টার সজিব হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় খেলাফত মজলিসের কমিটি গঠন মাগুরার বিশাল কর্মী সমাবেশে জামায়াতের আমীর- সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়বো ইনশাল্লাহ হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

মনপুরায় নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ২

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২১৫ বার

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউপি নির্বাচন , এ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে হাজিরহাট ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনা প্রায়ই ঘটছে । হাজিরহাট ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী দীপক চৌধুরীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ১৭ জুন বৃহস্পতিবার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারে এক হামলার ঘটনা ঘটে। হামলায় মনপুরা উপজেলা ছাত্রলীগের সদস্য মনিরুল ইসলাম ও জহিরুল ইসলাম আহত হন । আহত এরা দু’জনই হাজিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আপেল মার্কার মোহাম্মদ নবীর হোসেন এর সমর্থক।

হামলায় আহত মনিরুল ইসলাম বলেন আমরা ১৭ জুন দুপুর ১২টার দিকে ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আপেল মার্কা মোহাম্মদ নবীর হোসেনের নির্বাচনী ওয়ার্ক করে চৌধুরী বাজারে চায়ের দোকানে বসেছিলাম। সে সময় হঠাৎ করে নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান প্রার্থী দীপক চৌধুরীর সমর্থক মিজানুর রহমান হিরা ১০ থেকে ১৫ জন লোক নিয়ে সে চায়ের দোকানে প্রবেশ করে। তারপর মিজানুর রহমান হীরা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তোরা চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার নেজাম হাওলাদারের পক্ষে কাজ করিস। এ কথা বলে হীরা চায়ের দোকানের টেবিলের উপরে থাকা জগ দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে । পরে আমি তাকে বাধাগ্রস্ত করলে হীরা ও তার সমর্থকরা আমাকে ও আমার সাথে থাকা জহিরুল ইসলামকে বেধড়ক মারপিট করতে থাকে । আমাদের চিৎকারে বাজারের লোকজন জড়ো হয়ে মিজানুর রহমান হীরা তার লোকজন নিয়ে সটকে পড়ে । আমি মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়েছি তাই আমি সাথে সাথেই মনপুরা হাসপাতাল ও বর্তমানে ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছি। জহিরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছে।

আহত মনিরুল ইসলাম আরও বলেন নির্বাচনকে কেন্দ্র করে দীপক চৌধুরীর লোকজন আমাদেরকে প্রায়ই হুমকি-ধামকি প্রদান করে। আগামী ২১ তারিখ অনুষ্ঠিত ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছি । এ হামলার বিষয়ে আমি তৎক্ষণাৎ মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি । তিনি বলেছেন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তাকে লিখিত অভিযোগ দিতে। আমি সুস্থ হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবো।

এ ব্যাপারে জানতে চাইলে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এই হামলার বিষয়ে আমি কিছুই জানিনা, আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে ১৭ ই জুন ভোলা প্রেসক্লাবে হাজিরহাট ইউনিয়নে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মনপুরা ভোটাধিকার বাস্তবায়ন কমিটি। সংবাদ সম্মেলনে ভোটাধিকার বাস্তবায়ন কমিটি হাজিরহাট ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী দীপক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনে নীলনকশা করে জয়লাভের প্রস্তুতির অভিযোগ করেন ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।

এ বিষয়ে জানতে হাজিরহাট ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী দীপক চৌধুরী ও হামলায় অভিযুক্ত মিজানুর রহমান হীরার সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম