দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে ২৮ জুন সোমবার দুপুরে মাগুরার শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচন সভা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে।
অনুষ্ঠানে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মসিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান, এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিমুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী।
শ্রীপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অপূর্ব মিত্রের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ও জাহিদৃল ইসলাম জুয়েল। অনুষ্ঠানে শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষ্যে কেক কাটা হয়।