চট্টগ্রামের রাউজানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নার্য্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি এবং আসন্ন কোরবানির ঈদে পশুর হাট নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। ২৮ জুন সোমবার দুপুরে রাউজান উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।এসয়ম তিনি
করোনার বর্তমান ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি মানুষ যাতে কষ্ট না পায় সেই লক্ষ্যে রাউজানের প্রতিটি ইউনিয়নে নার্য্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আবুল কালাম, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও প.কল্যাণ কর্মকর্তা ডাঃ নুর আলম দীনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।