রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৬ হাজার টাকায় জরিমানা আদায় করা হয়। ২৯ জুন মঙ্গলবার সকালে উপজেলার ফকিরহাট বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। এ সময় সড়ক পরিবহন আইনে চারজনকে ৪ হাজার, অতিরিক্ত ক্রেতা সমাগম করে দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে দশ হাজার করে বিশ হাজারসহ মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, লকডাউন পুরোপুরি কার্যকর করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।