শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এ স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে রাউজানে ৪শ ৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান হস্তান্তর করা হয়েছে।
রোববার (২০জুন) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন করার পর রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী নিজ হাতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের দলিল ও চাবি তুলে দেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি)অতীদর্শী চাকমা, উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
একইদিনে রাউজান উপজেলায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে টেউটিন ও গৃহ নির্মাণ মুঞ্জরী বিতরণ করেন এমপি এবি এম ফজলে করিম চৌধুরী।