করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে কর্মহীন ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাউজান পৌরসভার ১শত পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এতে প্রতিজন পরিবারকে এক হাজার টাকা করে প্রদান করা হয়। বুধবার সকালে রাউজান পৌরসভার কার্যালয়ে আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইমলাম, সহ সভাপতি স্বপন দাশগুপ্ত,পৌর প্যানেল মেয়র-১ আলহাজ্ব বশির উদ্দিন খান, প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত, প্যানেল মেয়র-৩ নাছিমা আক্তার, কাউন্সিলর কাজী ইকবাল, শওকত হাসান, জানে আলম জনি, আজাদ হোসেন, এড. দিলীপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি, আ.লীগ নেতা মাওলানা এনাম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, মুহাম্মদ সাবের হোসাইন, মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।