1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভার ৫২ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৭৩৯ টাকার বাজেট ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

রাউজান পৌরসভার ৫২ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৭৩৯ টাকার বাজেট ঘোষণা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৭৭ বার

রাউজান পৌরসভার ২০২১- ২০২২ অর্থবছরের ৫২ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৭৩৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ১১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট প্রাণঘাতী করোনা প্রাদুর্ভাবের কারণে সীমিত পরিসরে ঘোষণা করেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এই বাজেট নিয়ে দুপুর ২ টায় পর্যন্ত আলোচনা করা হয়। ঘোষিত বাজেট ৫২ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৭৩৯ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার ৮১৩ টাকা এবং সরকার কর্তৃক ও বিভিন্ন প্রকল্প বাবদ উন্নয়ন আয় ধরা হয় ৪৪ কোটি ৫৭ লক্ষ ৫৭ হাজার ৯২৬ টাকা। অপরদিকে পৌরসভার নিজস্ব রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩ লক্ষ ২০ হাজার টাকা এবং সরকার কর্তৃক ও বিভিন্ন প্রকল্প বাবদ উন্নয়ন ব্যয় ধরা হয় ৪২ কোটি ৭০ লক্ষ টাকা। বাজেট বাজেট ঘোষণার পর পৌর জমির উদ্দিন পারভেজ করোনাভাইরাস সংক্রমণ ঠাকাতে পৌর এলাকার সকল জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণের মধ্যে চ্যালেঞ্জিং ২০২১-২২ অর্থবছরের এই বাজেট পেশ নতুন মেয়রের জন্য মাইলফলক। এসময় উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সহসভাপতি স্বপনদাস গুপ্ত, রাউজান পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, পৌর প্যানেল মেয়র-১ আলহাজ্ব বশির উদ্দিন খান, প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত, প্যানেল মেয়র-৩ নাছিমা আক্তার, কাউন্সিলর কাজী ইকবাল, শওকত হাসান, জানে আলম জনি, আজাদ হোসেন, এড. দিলীপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি ও পৌর কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক সমিতি, ব্যবসায়ী সমিতি, মসজিদের ইমামসহ অনেকেই উপস্থিত ছিলেন। পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মদ সাকুর মিয়া জানান পৌর বাজেটকে কেন্দ্র করে পৌর সভার নাগরিকদের সেবা আরেকদাপ বাড়িয়ে গেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম