এম এ মজুমদারঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। এই শাখা থেকেই মূলত উঠে আসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব। আর ঢাবি শাখার মূল শক্তি হিসেবে বিবেচিত আবাসিক হলের নেতাকর্মীরা। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতাই উঠে আসেন এখান থেকে।
তবে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনের তিন বছর হয়ে গেলেও ঢাবির হল কমিটি ঘোষিত হয়নি। এতে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার পথ অনেকটাই থেমে গেছে। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি পরিস্থিতিতে দীর্ঘদিন রাজনীতি করে আসা নেতাকর্মীরা রাজনীতি ছেড়ে চাকরির পড়াশোনা শুরু করেছেন। সাংগঠনিক গতিশীলতা না থাকায় মেধাবী কর্মী হারাচ্ছে ছাত্রলীগ। আর দীর্ঘদিন কমিটি না হওয়ায় রাজনৈতিক ক্যারিয়ারসহ অনিশ্চয়তায় পড়েছে হল শাখার পদপ্রত্যাশীদের ভবিষ্যৎ।আগের কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৮ সালে ছাত্রলীগের জাতীয় সম্মেলনের আগে কমিটি থাকাকালে ঢাবিতে ছাত্রলীগের হল, অনুষদ, বিভাগ ও ইনিস্টিটিউট শাখা মিলিয়ে প্রায় ছয় হাজার পদধারী নেতা ছিলেন। সম্মেলনের পর কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটি মিলিয়ে সে সংখ্যা কমে চারশতে দাঁড়ায়। বর্তমান কমিটির শুরুর দিকে হলগুলোতে পদপ্রত্যাশী তিন শতাধিক নেতাকর্মী থাকলেও বর্তমানে তা একশতে এসে ঠেকেছে।
রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে থাকায় দ্বিতীয় শ্রেণির চাকরিতে যোগদান করেছেন ঢাবি ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা। অনেকে আবার বিয়ে করে সংসার শুরু করেছেন। নেতাদের দুরবস্থা দেখে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কর্মীরাও ছাত্র রাজনীতিতে উৎসাহ হারিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ব্যক্তিগত জীবন গোছানোর কাজে।