মঈন উদ্দীন:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহীকে আহ্বায়ক এবং ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী শামসুদ্দিন চৌধুরী সানিনকে সদস্য সচিব করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক রাশেদ আলী, সর্দার জহুরুল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, বুলবুল রহমান, আহসান হাবীব, সাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, শামস দীপ্ত, জহির শাওন, সম্রাট আব্দুল লতিফ, মারুফ হোসেন, মো. নাসির আহমেদ, ওয়াজেদ আলী ও এম এ তাহের। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- ফারুক হোসেন, আবির হাসান হিমেল, আতিফ শাহরিয়ার আবির, নাফিউল জীবন, শেখ নূর উদ্দিন আবির, সৌমেন রয়, তুষার শেখ, ইমরান হোসেন রাকেশ, মোকাদ্দেস আলী, সানজিদুল ইসলাম সূর্য, জাকির রেদোয়ান, আবু সাঈদ, সজীব ওয়াজেদ জয় ও শেখ তাকবির আহমেদ ইমন।