মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
রাজধানীর ডেমরায় র্যাব-৩ (সিপিসি-২, মগবাজার,ঢাকা) এর অভিযানে মো. আলী হায়দার মুন্না (২৪) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে সাদা-কালো রঙের (ঢাকা মেট্রো-ল-২৬-২৭৪৯) একটি বৈধ কাগজপত্রহীন মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুৃলিশ। গত বৃহস্পতিবার সন্ধায় ডেমরার ষ্টাফ কোয়ার্টার আকমল শপিং মলের সামনে থেকে চোরাই মোটর সাইকেল বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই ডেমরা থানায় গ্রেফতার মুন্নার বিরুদ্ধে মামলা দায়ের করে র্যাব-৩। মুন্না কুমিল্লার বুড়িচং থানার নিমসার গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। বর্তমানে সে ডেমরার কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতো।
র্যাব-৩ এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার মুন্না অভ্যাসগতভাবে বিভিন্ন স্থান থেকে দীর্ঘ দিন ধরে চক্রের মাধ্যমে ও নিজে চোরাই মোটর সাইকেল সংগ্রহ করে ইঞ্জিন ও চ্যাসিসের নম্বর পরিবর্তন করে নিজ হেফজতে রেখে বিক্রি করতো। এদিকে এসব মোটর সাইকেল ক্রয় করে পুলিশকে ফাঁকি দিয়ে অপরাধীরা নিরাপদ অবলম্বন হিসেবে হত্যা, গুম, আপহরণ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে ব্যবহার করে থাকে। আর তদন্ত সাপেক্ষে এ বিষয়ে সব কছিু জানা যাবে।