করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশ বাস্তবায়নে মুন্সিগঞ্জের শ্রীনগরে লকডাউনের ৬ষষ্ঠ দিনে উপজেলার বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে কার্যক্রম চালাচ্ছে থানা পুলিশ। এ ব্যাপারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি।
রবিবার ২৭জুন ভোর থেকেই উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ী বাসস্ট্যান্ড চেক পোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোগীর ও নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের গাড়ি ছাড়া সকল যানবাহন ফিরিয়ে দেওয়া হয়েছে। ঢাকাসহ অনান্য জেলা ও উপজেলার সাথে যানবাহনসহ সকল ধরনের প্রবেশ বন্ধ রয়েছে।
এছাড়া বিভিন্ন বাজার গুলোতেও রেয়েছে বিশেষ নজরদারি।
এবিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রোগীর ও নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের গাড়ি ছাড়া সকল গাড়ি ফিরিয়ে দিচ্ছি।