নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলায় ৭ দিনের সর্বাত্বক লকডাউন শুরু হয়েছে। চলোমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ২৪ জুন সকাল থেকে বাগেরহাট জেলার সব কটি উপজেলায় একযোগে লকডাউনের ঘোষনা করা হয়। লকডাউনের প্রথম দিনে প্রশাসন কিছুটা ছাড় দিলেও আগামী কাল থেকে তারা হার্ড লাইনে থাকবেন। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন দুই শতাধিত ছোট যান-বাহনের চাবী জব্দ করেছেন।
লকডাউনে শরণখোলায় স্থানীয় ও দুরপাল্লার বাস চলাচলা বন্ধ থাকলেও মানুষ বিকল্প ভাবে ভ্যান,মটর সাইকেল ও ইজিবাইকে চলাচল করছে। মাস্ক ছাড়াই অপ্রয়োজনে মানুষ ঘোরাফিরা করছে হাট- বাজারে। পরিপুর্নভাবে কেহই মাস্ক ব্যবহার করছেনা। কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত দোকানও খোলা রাখছে।
ওদিকে পুলিশ উপজেলা সদরসহ বিভিন্ন বাজারের মোড়ে বেড়িকেট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছে। কেউ
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, লকডাউন কার্যকরী করতে তিনি মাঠে রয়েছেন। ইতোমধ্যে তিনি দুই শতাধিক মটরসাইকেল, অটোভ্যান ও ইজিবাইকের চাবি জব্দ করেছেন। দোকান খুলে রাখার দায়ে দুজনকে চার হাজার টাকা জরিমানা করেছেন। করোনা নীতি উপেক্ষাকারীদের কাউকে ছাড় দেয়া হচ্ছেনা।
উল্লেখ্য, শরণখোলায় গত ২৩ দিনে ১৯৮ জনের কোভিট -১৯ টেস্টে ৬১ জনের করোনা শনাক্ত হয়। করোনা পরিস্থিতির দ্বিতীয় ধাপে এখানে ৩ জন করোনা রুগীর মৃত্যু হয়।