আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শ্রীনগর সদর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির (জিআর প্রকল্প) আওতায় নগদ অর্থ ও চাল
বিতরণ হয়েছে। জিআর প্রকল্পের আওতায় ইউনিয়নের ২৫০ জন অসহায় পরিবারকে
১০ কেজি করে চাল ও ৫৫০টি পরিবারকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে শ্রীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত বিতরণ কর্মসূচির
আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রণব
কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর
রহমান, উপজেলা পিআইও অফিসার আশেকুর রহমান, ইউপি সচিব মোখছেদুর
আলমসহ ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও শ্রীনগর ইউনিয়নের
সহযোগিতায় বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস ও
নাশকতা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।