মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
সাভারে অভিযান চালিয়ে হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ১ হাজার ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার (২৬ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর পশ্চিম পাড়া এলাকার আবুল হাশেমের ছেলে রিপন মিয়া (২৭), একই এলাকার আলী আহমেদের ছেলে সাইদুর রহমান (৩২) ও ছোট কালিয়াকৈর মধ্যপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে দ্বীন ইসলাম (২৮)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরাইন এলাকা থেকে তাদেরকে ১হাজার ৩০ পুরিয়া হেরোইন সহ ৩জনকে আটক করা হয়।
এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ব মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, আসামীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আজ দুুপুরে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।