চট্টগ্রামের সীতাকুণ্ড সংসদীয় আসনের অধীন ৯নং উত্তর পাহাড়তলীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান ও ঢেউটিন বিতরণ করেছেন স্থানীয় এমপি আলহাজ্ব দিদারুল আলম। শুক্রবার বেলা ১১টায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা ও ১০ বান ঢেউটিন বিতরণ করেন তিনি। এমপির ব্যক্তিগত সহায়তা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন ছিলেন ৯নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী ওয়ার্ডের চসিক কাউন্সিলর জহুরুল আলম জসিম, আকবরশাহ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ, সহ-সভাপতি নিয়াজ আহম্মদ, আব্দুল জব্বর, ৯.১০.১৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি,পাহাড়তলি থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাসুম, ৯নং ওয়ার্ড উত্তর পাহাড়তলি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক সরোয়ার মোরশেদ কচি,যুগ্ন আহবায়ক এরশাদ মামুন,মোঃ ইলিয়াছ,আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা লীগ,ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।