লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগে চলতি বছর ২০.৯কোটি টাকা ব্যয়ে জেলার বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কারের কাজ এগিয়ে চলছে। এসব কাজ এর মধ্যে নাগেশ্বরী, ফুলবাড়ী,লালমনিরহাট জেলার কুলাঘাট এলাকার অংশের কাজের জন্য ১৭.৯ কোটি টাকা এবং কালিগন্জের কাকিনা বাজার এলাকার মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি টাকা বরাদ্দে উন্নয়ন কাজ এ পযর্ন্ত ২০% এগিয়েছে। অপরদিকে নাগেশরী, ফুলবাড়ী ও লালমনিরহাটের কুলাঘাট এলাকায় পি এম পি মেজর কমসূচীর আওতায় সড়ক সংস্কার প্রায় ৬০% কাজ এগিয়ে চলছে। লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগের নিবাহী প্রকৌশলী মোঃমাহবুব আলম বুধবার ২৩ জুন এসব তথ্য নিশ্চিত করে জানান, পাকা রাস্তা সংস্কারের এসব কাজ চলমান রয়েছে।
আগামী নভেম্বর ও ডিসেম্বর নাগাদ শেষ হবে বলে আশাবাদী। সরকারী বরাদ্দে মহাসড়কের সংস্কার কাজ কঠোর তদারকির মধ্যে দিয়ে চলমান রয়েছে। তবে এ সংস্কার কাজ সম্পূর্ণ হলে রাস্তায় চলাচলকারী সব ধরনের যান বাহন দ্রুততম সময়ে নিরাপদে গন্তব্য স্হানে পৌঁছাতে পারবে বলে জানা গেছে। এসব কাজের ঠিকাদাররা জানান, নিবাহী প্রকৌশলী মোঃ মাহবুব আলম লালমনিরহাটে যোগদানের পর থেকে কঠোর তদারকির মাধ্যমে সিডিউল মোতাবেক কাজ সম্পূর্ণ বুঝে নিতে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সড়ক ও জনপদ বিভাগে এমন উন্নয়ন কাজ হওয়ায় সরকার কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ জনগন। এছাড়া লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগের আওতায় চাহিদা মোতাবেক আরও বেশি সরকারী বরাদ্দের দাবী জানান, এলাকাবাসী।