হিংসা খেয়ে ফেলে মানুষের পূণ্য
আগুন যেভাবে খায় কাঠের পন্য
হিংসুটে বিবেক ঐ মহাজ্ঞানশূন্য
হৃদয়টা হয়ে যায় শত পাপে পূর্ণ।
হিংসা জ্বালায় সমাজে আগুন,
হৃদয়ে গর্জে ওঠে দুখের ফাগুন।
শান্তির মা ও আজ গেছে মরে,
শান্তিও চলে গেছে বহুদূর সরে।
শান্তির হাটেও বিকায় না শান্তি
চরিদিকে দাবানল চরম অশান্তি।
হিংসার আগুনে জ্বলছে এদেশ,
কোথাও নেই যে সুখের আবেশ।
কিভাবে এদেশে বেঁচে থাকা যায়
হিংসার চোবলে শ্বাস ফেলা দায়
হিংসা নয় ভালবাসা আবাদ করি
শান্তির সুশীতল আবাস গড়ি।