করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। চট্টগ্রাম জেলায় একদিনেই ৫ জনের মৃত্যুর সাথে ২৭৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি শুক্রবার জানান, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ১২টি ল্যাবে ৯৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২৭৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে চট্টগ্রাম জেলায় শনাক্তের হার দাঁড়াচ্ছে ২৮ দশমিক ০৭ শতাংশ।
বুধবার চট্টগ্রাম জেলায় শনাক্তের হার ছিল ২২ দশমিক ০৩ শতাংশ; তার আগের দিন ছিল ২২ দশমিক ৮২ শতাংশ।
নতুন রোগীদের মধ্যে ১৬০ জন চট্টগ্রাম মহানগরীর এবং ১১৪ জন ১৪টি উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে হাটহাজারিতে ২৯ জন, ফটিকছড়িতে ১৭ জন এবং আনোয়ারায় ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় ফটিকছড়ি উপজেলায় ইতোমধ্যে লকডাউনের বিধিনিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন।
চট্টগ্রাম জেলায় সব মিলিয়ে এ পর্যন্ত ৫৭ হাজার ১৫৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; তাদের মধ্যে ৬৭১ জনের মৃত্যু হয়েছে।