চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল দূষণ রোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় কর্ণফুলী নদী দশবছর পর পর কেন ড্রেজিং হয় না। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম।এ প্রশ্ন রাখেন সংশ্লিষ্টদের কাছে।
আজ ২৬ জুন চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, কর্ণফুলী নদী এখন ড্রেজিং করাও সম্ভব হচ্ছে না। নদীর পাড়ে শিল্পকারখানা গড়ে ওঠায় এ সমস্যার সৃষ্টি।
চট্টগ্রাম বন্দর নদীর পাড়ের ভূমি কেন শিল্প-কারখানাকে লিজ দিচ্ছে তা জানতে চান মন্ত্রী। চট্টগ্রামের চলমান প্রকল্প নিয়ে তিনি বলেন, এমন কোনও অবকাঠামো তৈরি করা যাবে না যাতে সুফলের চেয়ে কুফল বেশি হয়।
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনসহ চাক্তাই খালে নির্মিতব্য স্লুইচ গেটের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন গত ২৫ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় মন্ত্রী তাজুল ইসলাম।
কাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী তাজুল ইসলাম। এসময় তিনি স্লুইচ গেটের আকার নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, এত ছোট স্লুইচ গেইট দিয়ে পানি কিভাবে সরবে। কত মিটার পানি স্লুইচ গেইট দিয়ে যেতে পারবে? এমনটা হলে এ শহর জলাবদ্ধতার মধ্যেই পড়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লে. কর্নেল শাহ্ আলী প্রমুখ।