চকরিয়া উপজেলার খুটাখালী নতুন মসজিদ এলাকায় ওভারটেকিং করতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে প্রাইভেটকারের চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।
২৯ জুন মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত তিনজনকে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকার ইউনুস খানের ছেলে মনোয়ার হোসেন রিপন (৪৭), একই এলাকার ইউনুস আলীর ছেলে মো. ফারুক (৪৫) ও প্রাইভেটকার চালক মাওলানা শহীদ উল্লাহর ছেলে রেজাউল করিম (৩৫)।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকালে মহাসড়কের খুটাখালী এলাকায় সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাককে(ঢাতা মেট্রো ট ২৪০৪৯৮) কক্সবাজারমুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৪৩২৭৮৫) ওভারটেক করতে গিয়ে পেছনে ধাক্কা দেয়। এসময় গাড়িটি ট্রাকের একপাশে ঢুকে যায়। এতে প্রাইভেটকারের চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়।
ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. সাফায়েত হোসেন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।