মোঃ জুয়েল রানা, তিতাসঃ
“মানবতার শ্রেষ্ঠদান,সেচ্ছায় রক্তদান” এই স্লোগানকে সামনে রেখে ১লা জুন, ২০২০ ইং তারিখে শুরু হয় সংগঠনটি। সেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রমে ১ বছরে পা ফেলল সংগঠনটি। এই করোনা কালীন সময়েও থেমে থাকেনি তারা, শুধু রক্তদান নয় তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অসহায়দের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারা এই পর্যন্ত ৩০০+ রক্তদান সম্পন্ন করেছে।
শুক্রবার (১৮ জুলাই) কুমিল্লার তিতাস উপজেলার পাঙ্গাসিয়া বাচ্চু মিয়া স্কুলে দোয়া, আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মাননা সহ আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে এ রক্তদানকারী সেচ্ছাসেবী সংগঠন লাইফ-সেভিং ব্লাডকেয়ার কমিউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ সজীব সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো দ্বীনি সংগঠন তিতাস তাকওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক শাহ জালাল সরকার। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকার কারনে তিনি আসতে পারেন নাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঙ্গাসিয়া বাচ্চু মিয়া স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ জাহিদুর রহমান, পপি পাবলিকেশন এর ইংলিশ রাইটার এন্ড এডিটর মোঃ সোলেমান হাসান সালমান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান ফারুক, আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাবিব সরকর, সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আলমগীর সরকার, জুয়েল খান, মনির হোসাইন ও সিনিয়র কার্যকরী সদস্য ফারুক সরকার প্রমূখ।
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম ও আতাউর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম এ কাশেম, আসলাম, জয়েল রানা, জহিরুল ইসলাম পাশা, ফটো সাংবাদিক আব্দুর রহিম, সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য, সজল খন্দকার, সাহাবুদ্দিন, আব্দুল হক, জহিরুল ইসলাম, হালিমা আক্তার, আরেফিন সোহেল, সজীব আহমেদ, সাকিব হাসান, জুয়েল সিকদার, মাহমুদা আক্তার, কার্যকরী সদস্য এমএস রুবেল আনোয়ার, ফাহিম খান, শাহরিয়ার হাসান, শেখ ফরিদ সহ বিভিন্ন এলাকা থেকে আসা আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তব্যে বক্তারা বলেন, রক্ত আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই রক্তে মাধ্যমেই মানুষের জীবন বাঁচে। বক্তারা আরো বলেন, আজ এই তরুণ প্রজন্মরা যা করছে সত্যিই প্রশংসনীয়। আসলে সংগঠনের সাথে তরুণ প্রজন্মরা যদি থাকে তাহলে তারা মাদক থেকেও দূরে থাকবে। আবার অনেকেই বলেন, এই সংগঠনের মাধ্যমে খুব সহজেই তারা ব্লাড পেয়ে যায়। সর্বশেষ সবাই সংগঠনের জন্য দোয়া করে মঙ্গল কামনা করেন।