1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদক এবং ওষুধে ভেজাল রোধ করুন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান খেতাব-বঞ্চিত সেক্টর কমাণ্ডার মেজর জলিল ও মেজর জয়নুলকে স্বীকৃতিদানের জন্য অধ্যাপক বার্ণিকের আহ্বান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত ! পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব

মাদক এবং ওষুধে ভেজাল রোধ করুন

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২১৪ বার

কেমন দেশে বাস করছি আমরা? খবর শুনলেই রক্তচাপ বাড়ে। পত্রিকার শিরোনাম দেখলেই হাইপ্রেসার বাড়ে। শিরোনামগুলো এমন, ‘মাদকে ভেজাল: বিষের মধ্যেও ভয়ংকর বিষ’; ‘নিম্নমানের ভেজাল ও নিষিদ্ধ ওষুধ!’ মাদকেও ভেজাল; ওষুধেও ভেজাল। কোনটাই সুখকর নয়। ভাবা যায় প্রাণ রক্ষাকারী ওষুধে ভেজাল! ওষুধে ভেজালের সংবাদ জনমনে শঙ্কা তৈরি করে। আর মাদকতো এমনিতেই আমাদের দৃষ্টিতে বিষ তাতেও ভেজাল হলে উপায় কী! উপরের সংবাদগুলো আমাদের অনেক বেশি ভাবিয়ে তুলে বৈকি!

বাজারে সয়লাব ভেজাল, নিম্নমান ও নিষিদ্ধ ওষুধে। কিছুতেই ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রি নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার। একের পর এক ভেজাল ওষুধ ধরা পড়ছে। শুধু তাই নয়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির ঘটনাও ঘটছে। আর নিষিদ্ধ ও অপরীক্ষিত অনেক বিদেশি ওষুধ দেশে এনে নতুনভাবে প্যাকেটজাত করে তা বিক্রি করা হচ্ছে।

সাধারণ মানুষ তো দূরের কথা, ওষুধ বিশেষজ্ঞ অনেক ব্যক্তির পক্ষেও এসব ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ শনাক্ত করা সম্ভব না। এক প্রতিবেদনে দেখা গেছে, ওষুধের উৎপাদন, মজুদ, বিক্রয়, বিতরণ ও বিপণন স্থগিত করেই দায়িত্ব শেষ করে ওষুধ প্রশাসন অধিদফতর। তাদের কোনো মনিটরিং কার্যক্রম নেই।

দেশে বর্তমানে ১৫৪টি ওষুধ কোম্পানির মধ্যে অধিকাংশই নিম্নমানের ওষুধ বাজারজাত করছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান লাইসেন্সের আবেদন করেই ওষুধ প্রস্তুত করে চলেছে। ওষুধের মান নির্ণয় করার জন্য পর্যাপ্ত শক্তিশালী ল্যাব নেই। এতে চরম হুমকির মধ্যে পড়েছে দেশের জনস্বাস্থ্য নিরাপত্তা।

মাদকের কথা আর কী বলব? আমরা জানি ধ্বংসের অপর নাম মাদক। তার উপর সেই মাদক যদি হয় ভেজাল, তাহলে তো আর কথাই নেই। ভেজাল মাদকে সয়লাব হয়ে গেছে দেশের বাজারগুলো। ভেজালের কারণে আরও বিষাক্ত হয়ে পড়ছে মাদকও। আর এসব সেবনে জটিল রোগে আক্রান্ত হচ্ছে দেশের হাজার হাজার নারী, পুরুষ ও শিশু। মাদক সেবনে মেরুদণ্ডহীন হয়ে পড়ছে যুব সমাজ।

ওষুধ প্রশাসন অধিদফতর দেশের চারটি অ্যালোপ্যাথিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ছ’টি ওষুধের উৎপাদন, মজুদ, বিক্রি, বিতরণ ও বিপণন স্থগিত করেছে এর আগে। এসব ওষুধ এখনো বাজারে মিলছে।

ভেজাল পরিহার করতে মাদকসেবীরা বারবার পরিবর্তন করছে মাদক। কিন্তু তাতেও ভেজাল পরিহার করতে পারছে না তারা। ফলে মাদকসেবীরা বিকল্প হিসেবে ঝুঁকে পড়ছে হেরোইন, ফেনসিডিলের দিকে। হেরোইন সেবনকারীরা দ্রুতই বিকল্প হিসেবে ইয়াবাকে বেছে নিচ্ছে। ব্যবসায়ীদের অতি লোভী একটি চক্র পরিকল্পিতভাবে মাদকে ভেজাল মেশাচ্ছে। দেশের মাদকসেবীদের একটি অংশ এখন ব্যাপক হারে ইয়াবার দিকে ঝুঁকে পড়েছে।

ইয়াবা এমন একটি মাদক, যা মানুষকে শুধু মৃত্যুর দিকে ঠেলে দেয় না, মৃত্যুর আগেই ওই মাদক সেবনকারীকে মানসিক রোগীতে পরিণত করে। অথচ প্রাথমিকভাবে সেবনকারী বা তার আত্মীয়দের কেউ তা বুঝতেই পারেন না। দীর্ঘদিন ইয়াবা সেবনকারী ব্যক্তি বাবা-মাকে শত্রু মনে করতে থাকে, এমনকি এক সময় নিজেকেই শত্রু ভাবতে শুরু করে। সে তখন শব্দ না হলেও শব্দ শুনতে পায় এবং কেউ উপস্থিত না থাকলেও কারো উপস্থিতি অনুভব করে। তার সামনে কোনো ছবি টাঙানো থাকলে সে মনে করে ওই ছবি তাকে হত্যা করবে। কাউকেই বিশ্বাস করতে পারে না সে। এমনকি নিজেকেও না।

মাদকদ্রব্যে ভেজালের কারণে মাদকসেবীদের মধ্যে ভয়ংকর সব পরিবর্তন ঘটছে। ভেজাল মাদক সেবন করায় নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে। অনেক আগে থেকে দেশে মাদকের প্রচলন থাকলেও মূলত আশির দশকে নারকোটিকস জাতীয় ড্রাগের অনুপ্রবেশের পর থেকে মাদক সমস্যা ব্যাপকতা লাভ করে। পরে নব্বইয়ের দশকে ফেনসিডিলে ভেজাল মেশানোতে এর গুণগত মান কমে যাওয়ায় বিপুলসংখ্যক ফেনসিডিলসেবী হেরোইনের দিকে ঝুঁকে পড়ে। ওই সময় দেশে শুরু হয় হেরোইনের রমরমা ব্যবসা। এরপর হেরোইনেও ভেজাল মেশানো হয়। দিন দিন কমতে থাকে হেরোইনের গুণগত মান। এসব ভেজাল মাদক সেবনে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয় সেবনকারীদের শরীরে, যা আগে কখনো হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম