আনোয়ার হোসেন শামীম
গাইবান্ধা প্রতিনিধি:
করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফের সরকারি ঘোষণা, সকল শিক্ষার্র্থীদের করোনা ভ্যাকসিন প্রদান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের কাঁঠালতলী মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক বীরেন শীল, কমিউনিস্ট পার্টি উপজেলা কমিটির সদস্য আমিনুল ইসলাম পিপুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সদস্য রঞ্জু হাসান, ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামীম আরা মিনা, বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা সংগঠক শাহিন মিয়া, বাতিঘরের সংগঠক উমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সবকিছু খুলে দিলেও কেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেয়া হচ্ছে না তা বোধগম্য নয়। তারা আরও বলেন, শিক্ষার্থীদের দ্রুত ভ্যাকসিন দেয়ার দাবি জানান।