দেশীয় দোনালা অস্ত্র এবং কার্তুজ সহ এক ব্যক্তিকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
রবিবার (২৫জুলাই) হাটহাজারীর মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকা থেকে লোকটিকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
আটক লোকটির নাম আবুল হাসেম রমজান (৩৫)। পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামে তার বাড়ি, তবে সে হাটহাজারীতেই বসবাস করতো।
হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) তৌহিদুল করিম জানান- শনিবার দিবাগত রাতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অস্ত্রসহ এই লোককে আটক করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫/৭ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পলাতকদেরও আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’
স্থানীয়ভাবে এরা ডাকাতির পরিকল্পনা করছিলো/প্রস্তুতি নিচ্ছিলো’ বলে ধারণা করছে পুলিশ।