1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে লকডাউনেও ফের পশুর হাট বসানোর পায়তারা! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ  মাগুরায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হারবাং পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল শ্রীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

ঈদগাঁওতে লকডাউনেও ফের পশুর হাট বসানোর পায়তারা!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৮১ বার

করোনা দ্বিতীয় ঢেউ দিন দিন দেশজুড়ে ভয়াবহ রুপ ধারণ করছে। সরকার জনগণকে সংক্রমণ থেকে রক্ষায় ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে।

এ অবস্থার মধ্যেও কক্সবাজার সদরের ঈদগাঁও বাজার ইজারাদার কিছু অসাধু চক্রের যোগসাজশে লকডাউনের মধ্যেও বিগত সপ্তাহে দুই দফা পশুর হাট বসিয়েছে।

উপজেলা ও থানা প্রশাসনকে সচেতন জনগণ বারবার অবহিত করলেও রহস্যময় কারণে কোন ব্যাবস্থা নেয়নি।

সুত্রে প্রকাশ,চলতি কঠোর লকডাউনে সরকার নির্দেশিত জরুরি সেবা ছাড়া সব ধরনের প্রতিষ্ঠান ও জংশন এলাকাগুলোর উপর কঠোর বিধি নিষেধ আরোপ করে।

এরপরও দেশজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে।এক কথায় এ সংক্রমণ মহামারী আকার ধারণ করতে যাচ্ছে। যা নিয়ে সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা রীতিমতো আতংকিত।

এ অবস্থায় সরকারের নির্দেশনা অমান্য ও লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কক্সবাজার সদরের ঈদগাঁও গরু বাজার ইজারাদার কিছু অসাধু চক্রের যোগসাজশে বিগত সপ্তাহের শনি ও মঙ্গল দুই দফা পশুর হাট বসিয়েছে।

যা স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যম কর্মীরা উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বারবার অবগত করলেও রহস্যময় কারণে কোন ব্যাবস্থা নেয়নি।

উল্টো উপজেলা প্রশাসন থানা পুলিশকে,আবার থানা পুলিশ উপজেলা প্রশাসনকে অবগত করতে বলে দায় সারে।

এ দুই প্রশাসন বিভাগের রশি টানাটানিতে জনমনে এদের ভুমিকায় চরম প্রশ্নের সৃষ্টি করেছে। যেখানে সরকার লকাডাউনে জন জমায়েতের উপর কঠোর নিষেধারোপ করেছে, সেখানে পশুর হাটেরমত জমায়েত বাজারের বিরুদ্ধে প্রশাসন ব্যাবস্থা না নেয়ায় মোটা অংকের অনৈতিক লেনদেনেরও আশংকা প্রকাশ করছে।

কঠোর লকডাউনের মধ্যেও দুই দফা পশুর হাট ইতিমধ্যে করতে পারায় শনিবার (১০ জুলাই) আবারও পশুর হাট বসানোর পায়তারা করছে বলে বিভিন্ন সুত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় বিভিন্ন মাধ্যম এ পশুর হাটের বিষয়ে আপত্তি করলে তাদের প্রশাসনের অনুমতি আছে দোহাইয়ে কিছু চা খরচ দিয়ে ম্যানেজ করে বলেও নিশ্চিত হওয়া গেছে।

ইতিমধ্যে ঈদগাঁও থানাধীন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ করোনাক্রান্ত হয়েছে। গত ৮ জুলাই সকালে করোনা স্যাম্পল জমা দেয়ার পর দুপুরেই করোনা উপসর্গে মৃত্যু ঘটে ঈদগাঁও উত্তর মাইজ পাড়ার তিন সন্তানের জনক ওমর ফারুকের। যা নিয়ে চারদিকে রীতিমতো আতংক ছড়িয়ে পড়েছে।

চলমান লকডাউনের মধ্যে দেশের কোথাও পশুর হাটের অনুমতি দেয়নি সংশ্লিষ্ট প্রশাসন। কিন্তু এ নির্দেশনার তোয়াক্কা না করে ঈদগাঁওয়ে লকডাউনের শুরু থেকেই পশুর হাট বসছে কোন অদৃশ্য হাতের ইশারায় তা নিয়ে কৌতুহলের শেষ নেই।

তাই সচেতন জনগণ চলমান ভয়াবহ করোনা সংক্রমণ থেকে ঈদগাঁওবাসীকে রক্ষায় জমায়েতসমেত পশুর হাট বন্ধ করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম