1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে লকডাউনে সরব গরু বাজার, নিরব প্রশাসন! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিতাসে ব্যবসায়ীদের সংগঠন আই.বি.ডব্লিউ.এফ-এর ইফতার মাহফিল আলোচিত মাগুরার শিশু আছিয়ার বাড়িতে শোকের মাতম! ঝুঁকিপুর্ণ সাংবাদিকতা পেশায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান খাগড়াছড়ির গুইমারা বাজারে সপ্তাহে দুই দিন বসে কলার বৃহৎ হাট ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যাওয়া ঢাকা মিরপুর ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত আলোচিত মাগুরার আছিয়া খাতুনের বাড়ীতে জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, পরিবার বলছে আত্মহত্যা ! “রামুর শিক্ষক নুরুচ্ছফা হত্যার নয় বছর” পিতৃহত্যার ন্যায় বিচার চায় শিশু ইয়াহিয়া

ঈদগাঁওতে লকডাউনে সরব গরু বাজার, নিরব প্রশাসন!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৫৪ বার

করোনার ভয়াবহতার মধ্যে কক্সবাজার সদরের ঈদগাঁওতে গরু বাজার বসায় চরম বিস্ময় সৃষ্টি হয়েছে জনমনে।
এ নিয়ে প্রশাসনের ভুমিকায় প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে গরু ব্যাবসায়ী ও গরু মালিকরা করোনার ভয়াবহতা ও সরকার প্রদত্ত কঠোর লকডাউন উপেক্ষা করে গরু, ছাগল, মহিষ জড়ো করতে শুরু করে ঈদগাঁও গরু বাজারে।

বাজার ইজারাদার কৌশলে প্রশাসনকে ফাঁকি দিতে নির্দিষ্ট গরু বাজারের পরিবর্তে পার্শ্ববর্তী আনু মিয়া শিকদারের ইটভাটায় গরু বাজার বসায়।

স্থানীয় সচেতন জনগণ তা দেখে প্রশাসন ও সংবাদকর্মীদের অবগত করে। তবুও প্রশাসন কোন ব্যাবস্থা নেয়নি।

এ বিষয়টি কক্সবাজার সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়কে অবগত করলে তিনি জানান, ঈদগাঁওতে দুইজন ম্যাজিস্ট্রেট অবস্থান করছে জানিয়ে একজন ম্যাাজিস্ট্রেটের মোবাইল নং দেন এবং গরু বাজারের বিষয়টি স্থানীয় ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে বলেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিমের সাথে কথা হলে তিনি জানান,বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে থানা পুলিশ অংশ গ্রহণ করবেন।
যেহেতু বাজার বসানোর বিষয়টি উপজেলা প্রশাসনের দায়ীত্বে।

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া ম্যাজিস্ট্রেটের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ঈদগাঁও নয়,কক্সবাজার শহরের দায়ীত্বে আজ।
এছাড়া জেলা প্রশাসনের ৯৯৯ নাম্বারে দায়ীত্ব পালন করছেন।

সচেতন জনগণ জানান,যেখানে দেশে দিন দিন করোনা সংক্রমণ ভয়াবহ হয়ে উঠার কারণে সরকার জনগণকে বাঁচাতে কঠোর লকডাউন দিয়েছে।
যাতে যাবতীয় কিছু বন্ধ রয়েছে।

সে অবস্থায় ইজারাদার কোন অদৃশ্য হাতের ইশারায় এ গরু বাজার বসিয়েছে তা নিয়ে বিরুপ প্রতিক্রিয়া প্রকাশ করছে।

অনেকে এর পেছনে মোটা অংকের লেনদেনের আশংকাও করছে।

উল্লেখ্য, গতি শনিবারও ইজারাদার গরু বাজার বসিয়েছিল প্রশাসন থেকে অনুমতি নেয়া হয়েছে দোহাই দিয়ে।

তারা অবিলম্বে লকডাউনের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম