বর্তমান সময়ে যে কয়জন তরুণ অভিনেতা নিজের অভিনয় দক্ষতার কারণে অালোচিত হচ্ছেন তাদের একজন শাহবাজ সানি। শোবিজে তার পদচারণা খুব বেশি দিন না হলেও এই অল্প সময়ে দর্শক প্রিয়তা পেয়েছেন। দিনদিন পরিচালকদের কাছে আস্থাভাজন হয়ে উঠছেন এই গুণী শিল্পী। ২০১৮ সালে পরিচালক ইমরাউল রাফাত এর ‘কাছে আশার পর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোটো পর্দায় তার আগমন ঘটে।
শাহবাজ সানি মূলত সহশিল্পী হিসেবে নাটকে অভিনয় করা শুরু করেন। ২০১৮ সালের ডিসেম্বরে রিলিজ হওয়া ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। ৪ টি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হয়।নাটকটি প্রচারের পর ব্যাপক আলোচনা হয় দর্শকমহলে। এই নাটকটি তার পরিচিতি এনে দেয়।
শাহবাজ সানির ‘চরের মাস্টার, ‘বিফলে মুল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ নাটক সহ তার উল্যেখযোগ্য অনেক নাটক রয়েছে যেগুলোতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
বর্তমানে অভিনেতা শাহবাজ সানি সামনের কোরবানি ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদে তার অভিনীত ১৫ টি নাটক প্রচার হবে। নাটকগুলো হলো:
রুবেল হাসান পরিচালিত ‘ঘটনা সত্য’, ‘মি. & মিসেস চাপাবাজ আনলিমিটেড’ এবং ‘মোক্ষম’। এস আর মজুমদার পরিচালিত ‘মন দরিয়া’ মোহাম্মদ মিফতাহ আনান পরিচালিত ‘মজনু ভাই’, ‘মোমের পুতুল’ মাইদুল রাকিব পরিচালিত ‘সমস্যা কি?’ প্রীতি দত্ত পরিচালিত ‘রুম সার্ভিস’ নাজমুল হুদা ইমন পরিচালিত ‘এস এম এস’ ইমরাউল রাফাত পরিচালিত ‘মীন, মকর, তুলা’, ‘রিলেশনশিপ ম্যানেজার ‘। এছাড়াও শাহবাজ সানি অভিনীত আরও ৪ টি নাটক ঈদে রিলিজ হওয়ার কথা রয়েছে।
আগামী কোরবানি ঈদ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন এবং ইউটিউব চ্যানেলে নাটকগুলো প্রচার হবে।
এছাড়াও ‘কুল এইজ’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন
নাজমুল হুদ ইমন। ঈদের ১০ দিন পর থেকে এটিএন বাংলা’য় নাটকটি প্রচার শুরু হবে।