চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরকল উচ্চা বিদ্যালয় মার্কেটে বিনামূল্যে কোভিড ১৯ ভ্যাকসিন নিবন্ধনে বুথের আনুষ্ঠানিক উদ্ভোদন করেন গাউছিয়া কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
গতকাল ৩১ জুলাই সকালে গাউছিয়া কমিটি বরমা শাখার উদ্যোগে ফ্রি কোভিড ১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ উদ্ভোদন উপলক্ষে এক সভা বরকল উচ্চ বিদ্যালয় মার্কেটে সংগঠনের সভাপতি মো.ফোরকানের সভাপতিত্বে অনুষ্টিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা শাখার সভাপতি মাও.শাহ খলিলুর রহমান নিজামি,উদ্বোধক ছিলেন গাউছিয়া কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড.মো.দেলোয়ার হোসেন,উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার।স্বাগত বক্তব্য রাখেন,জাবেদ মো.গাউস মিল্টন।
সাংবাদিক এস.এম.জাকির,জাহাঙ্গীর আলম,সরোয়ার কামাল,ওসমান গনি,মাও.মাহবুব আলম,মাও.কমরুদ্দীন নুরী,নাসির উদ্দীন চৌধুরী,মোস্তাফিজুর রহমান,কাজী জাকের হোসেন,শফিকুল ইসলাম চৌধুরী মিন্টু,জহিরুল ইসলাম প্রমুখ।সভায় বক্তাগণ বলেন,সম্প্রতি চন্দনাইশে করোনা ভাইরাসের শনাক্তের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।বিষয়টি অনুধাবন করে সংগঠনের পক্ষ থেকে চন্দনাইশ সদর,রৌশনহাট,বাদামতল,বাগিচা হাঁট, ইউনুচ মার্কেট,মৌলভীবাজার এলাকায় পৃথক পৃথক ফ্রি নিবন্ধন বুথ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ সেবার পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ ও এ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্তা রাখা হয়েছে।