কুমিল্লার চৌদ্দগ্রামে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো: মুন্সীরহাট ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে শফিউল আলম ও চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের জন্তুর আলীর ছেলে আবদুর রাজ্জাক। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মো: আরিফ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা তাকিয়া আমগাছ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শফিউল আলম ও আবদুর রাজ্জাককে আটক করা হয়। এ সময় শফিউল আলমের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও আবদুর রাজ্জাকের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।