ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত জনগুরুত্বপূর্ণ চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের ফেলনা এলাকায় সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ২৫০টি গাছের চারা রোপন করেছে ফেলনা রয়েল কিং ক্লাব। শনিবার ও শুক্রবার সারাদিন যুবকরা সড়কের দুই পাশের আগাছা পরিস্কার করে গাছ রোপন করে। এ সময় উপস্থিত ছিলেন ফেলনা রয়েল কিং ক্লাবের সভাপতি ফখরুল ইসলাম সিয়াম, পরিচালক নাজমুল হোসাইন, সাধারণ সম্পাদক মো: সাফায়েত আফ্রিদিসহ ক্লাবের সদস্যবৃন্দ।