খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন সাপমারার নোনাবিল এলাকায় ধান্য জমির পাড় কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নোনাবিল এলাকার আব্দুল হালিমসহ তার দুই ছেলেকে নিয়ে আজ বুধবার (১৪ জুলাই) সকালে ধান্য জমিতে চাষাবাদকালে জমির পাড় পরিস্কার/কাটতে গেলে পার্শ্ববর্তী টিলায় বসবাসরত পূর্ণ কুমার ত্রিপুরা ও তার ছেলে বিমুল কুমার ত্রিপুরা তাদের উপর হামলা করে। এতে আব্দুল হালিম (৫০) ও তার দুই ছেলে রফিকুল ইসলাম শান্ত (১৪) রিফাত ইসলাম (১৬) কে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীদের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং আব্দুল হালিম ও তার ছেলে রফিকুল ইসলাম শান্তর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।
মানিকছড়ি থানার ওসি মো. শাহানূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে হতে পারে।