সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানি ইউনিয়নের দৌলতপুর গ্রামে অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর বসতঘর পুরে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই গ্রামের তপু তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে তার মা আগুন থেকে তাকে ঘুম থেকে ডেকে তুলেন। এ সময় আগুন দ্রæত ছড়িয়ে যেতে থাকে। ফলে ঘরে থাকা আসবাবপত্র, ধান-চাল ধানসহ সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে চামরদানি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ইউপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের নির্দেশে স্থানীয় দুর্যোগ ব্যবস্থপনা কার্যালয় থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ছয় হাজার টাকা ও দুই বান টিন প্রদান করা হয়েছে।