ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ মোশারফ হোসাইন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। তিনি ইতোপূর্বে জেলা প্রশাসকের কার্যালয়, জয়পুরহাট এ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে সফলতার সাথে অনার্স (বিএসসি) এবং মাস্টার্স (এমএসসি) পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সাইন্স থেকে মাস্টার্স (MPS), মার্কেটিং বিভাগ থেকে এমবিএ (MBA) ডিগ্রি অর্জন করেন।
এছাড়া তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট এর ওপর মাস্টার্স (MSc) ড্
ডিগ্রি অর্জন করেন। তিনি ISIT থেকে কম্পিউটার সাইন্সে এবং ICT তে ডিপ্লোমা করেন। এছাড়া তিনি Project Management, Procurement, Financial Management এবং Law এর উপর স্পেশাল কোর্স করেছেন। তিনি সকল ট্রেনিং ও প্রশিক্ষণে মেধার স্বাক্ষর রেখেছেন।
সরকারি এ কর্মকর্তা বলেন, বিধি মোতাবেক নিজের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে ভূমি অফিসকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য অফিস হিসেবে প্রতিষ্ঠা করা এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।