হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি ডিপ ফ্রিজ দান করেছেন উপজেলার আমুরোড বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক ও জননী ফোন এন্ড ইলেক্ট্রনিকস এর মালিক এবং ওয়ালটন শো-রুমের প্রোপ্রাইটর সেলিম আহমেদ।
রবিবার (১১ জুলাই) বেলা ১২টায় আমুরোড বাজারের জননী ফোন এন্ড ইলেক্ট্রনিকস এর ওয়ালটন শো-রুম থেকে ডিপ ফ্রিজটি তুলে দেওয়া হয় আহম্মদাবাদ দারুসুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবু সাঈদ তানভীর এর হাতে।
এ সময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুল হাসান শামীম, আমুরোড বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ বাতেন, সাংবাদিক আঃ রাজ্জাক রাজু, সাংবাদিক আজিজুল হক নাসির, ওয়ার্ড মেম্বার আলহাজ্ব আঃ রউফ, আমুরোড হাইস্কুল এন্ড কলেজের গভার্রিণ বডির সদস্য নুরুল আলম চাঁন মিয়া প্রমূখ।
ঘনশ্যামপুর লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও আহম্মদাবাদ দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা দুটিই প্রতিষ্ঠা করে গেছেন পীরে কামেল মাওঃ আব্দুল কুদ্দুস ইকবাল (রঃ)।