ফাঁকা চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক, কাপ্তাই সড়কসহ বিভিন্ন গ্রামীণ সড়ক, সকাল থেকেই হাতেগোনা কয়েকটি সিএনজি অটোরিক্সা চলাচল ব্যতীত কোন যানবাহন চলাচল করেনি। চলাচল রয়েছে জরুরী পণ্যবাহী যানবাহন। ওষুধ, কাঁচাবাজার, মুদির দোকানসহ নিত্যপণ্যের দোকান খোলা থাকলেও বন্ধ রয়েছে শপিংমলসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান। শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মানুষের চলাচল ছিল কম। ঈদের তৃতীয় দিনে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন কার্যকরে সকাল থেকেই রাউজান উপজেলার বিভিন্ন স্পটে ও সড়কের মোড়ে মোড়ে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, র্যাব,পুলিশ, আনসার সদস্যরা। শুক্রবার সকাল১০ টা থেকেই বিকাল ৫ টা পর্যন্ত রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ সঙ্গীয় র্যাব, পুলিশ, আনসার সদস্যদের নিয়ে সরকারের দেওয়া বিধিনিষেধ মানাতে উপজেলা সদর ফকির হাট, মুন্সিরঘাটা, জলিলনগর এলাকায় অভিযান পরিচালনা করেছেন। এসয়ম তিনি বিধিনিষেধ অমান্য করায় ১২ হাজার ১শত টাকা জরিমানা আদায় করেন।অভিযানে উপস্থিত ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ ও কাউন্সিলর জসিম উদ্দিন।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অতীশ দর্শী চাকমা কঠোর লকডাউন কার্যকরে দক্ষিণ রাউজান পাহাড়তলী,নোয়াপাড়া পথের হাট,চৌধুরী হাট, বাগোয়ান, উরকিরচর, মদুনাঘাট, কাগতিয়া, বীনাজুরী এলাকায় অভিযান পরিচালনা করেন। তিনি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালায়। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। এসময় তিনি সরকারের বিধিনিষেধ অমান্য করায় ৯টি মামলায় ৩হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন কার্যকরে আমরা মাঠে আছি। উপজেলা প্রশাসনের পাশাপাশি র্যাব, পুলিশ আনসার সদস্যরা বিভিন্ন স্থানে যৌথভাবে টহল দিচ্ছেন লকডাউন কার্যকর করতেই। জনসাধারণকে সচেতন করতে এই অভিযান চলমান থাকবে।