শিশুশিল্পী আরিয়ান রহমান। সবার কাছে যিনি আরিয়ান নামে পরিচিত। আজ অারিয়ানের ১২ তম জন্মদিন। ২০১০ সালের ৬ জুলাই আরিয়ান ঢাকায় জন্মগ্রহণ করেন।
অভিনয়, নাচ, গান ছড়াও তার অনেক প্রতিভা রয়েছে তার। আরিয়ানের সমস্ত স্বপ্ন এবং অহংকার তাঁর মাকে ঘীরে। মায়ের অনুপ্রেরণা তাকে বড় হওয়ার স্বপ্ন দেখায়। আরিয়ান বর্তমানে জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলে ৫ম শ্রেণিতে পড়ছে।
২০১৮ সালে ট্রাস্ট ব্যাংকের ‘টি-ক্যাশ’ বিজ্ঞাপনের মধ্যে তার মিডিয়ায় যাত্রা শুরু হয়। এটি পরিচালনা করেন মোহাম্মদ মোর্শেদ। তারপর একের পর এক টিভিস, ফটোশুট করতে থাকেন।
অারিয়ান অভিনীত উল্লেখযোগ্য নাটক গুলো হলো
ভালোবাসার স্পিড ব্রেকার, স্টোরি অব লাভ, মাহে রমজান, চোর পুলিশ খেলা, ম্যাড বয়। নাটক ছাড়াও অারিয়ান বেশ কিছু টিভিসি করে প্রশংসিত হয়েছে। ‘অামি বাবা হতে চাই’ নামের একটি সিনেমাতেও অারিয়ান অভিনয় করেছে।
আরিয়ান বড় হয়ে ডাক্তার হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। বাংলাদেশেকে রিপ্রেন্ট করতে চায়। সবার কাছে দোয়া চেয়েছে সে।