চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় করোনা সংক্রমণ রোধে সরকারের ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের ১ম দিনে সরকারী বিধি নিষেধ অমান্য করে বিনা কারণে ঘুরাঘুরিসহ বিভিন্ন অপরাধে ২৭টি মামলায় ৬,৬০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৩জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে পরিচালিত পৃথক অভিযানে এইসব জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সব বিধিনিষেধ কার্যকর করার লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্পটে কয়েক ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। লকডাউনের ১ম দিনে মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন অমান্য করায় বিভিন্ন যানবাহন ও ব্যক্তিকে ২৭টি মামলায় ৬,৬০০ টাকা জরিমানা করা হয়।