চট্টগ্রামে শ্রেষ্ঠ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন অনোয়ারা উপজেলার কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
সম্প্রতি চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়ন স্বরূপ পুরস্কার দেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আনোয়ারার কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান কে শ্রেষ্ঠ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
মো. হাসানুজ্জামান ২০১৮ সালের ২৯ জুন কৃষি কর্মকর্তা হিসেবে আনোয়ারা উপজেলায় যোগদান করেছিলেন।