আশুলিয়ার গুমাইলে লোহার তৈরি বটি দা কুঠার ছোড়া(কুরবানির গরু জবাই) তৈরির কামারের দোকান থেকে ছোড়া, কুঠার, দা,বটি তৈরির সরঞ্জামসহ দুই কামারকে আটক।
রবিবার (৪জুলাই) কুরবানীর গরু জবাই করার দেশীয়, দা, কুঠার,কাচি,ছোড়া তৈরির কামারের দোকান থেকে এসব তৈরির সরঞ্জামসহ ২ কারিগরকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
এলাকবাসী সুত্রে জানাযায় সাভারের আশুলিয়ার গুমাইল এলাকায় একটি কামারের দোকান থেকে কুরবানির পশু জবাইয়ের সরঞ্জামাদী তৈরির কারখানার সন্ধান পেয়েছে আশুলিয়ার থানা পুলিশ । এখানে রাত অভিযান চালিয়ে দুই (কামার)কারিগরকে বিপুল পরিমাণ কুরবানীর পশু জবাইয়ের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গত রাত শনিবার গভীর রাতে এই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তিরা হলেন,রাজু ও রনজু । তারা দুজনই (কামার) কারিগর।
আশুলিয়া থানা( ওসি )তদন্ত জিয়াউল হক জানান, শনিবার রাত সাড়ে ১২টার কিছু ব্যবসায়ী অবস্থান করে । খবর পেয়ে আশুলিয়ার পুলিশ দল অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের অবস্থান নেয়া একটি ঘর থেকে তাদের তৈরি বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অস্ত্র তৈরি এ কাজ চালিয়ে আসছে বলে জানান আশুলিয়ার থানার এসআই ইউনুস মিয়া।