নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দশ সহস্রাধিক মানুযের মাঝে খাদ্য বিতরণ করলেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
আজ বুধবার (১৪ জুলাই) বেলা ১২টায় জাপার কাকরাইল কার্যালয়ে সামনে এক স্মরণসভা শেষে এই খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় বাবলা ছাড়াও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকাসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সেখান থেকে খাদ্য বিতরণের উদ্দেশ্যে সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর ও কদমতলীতে যান। পথিমধ্যে মতিঝিল শাপলা চত্বর, টিকাটুলি, সায়দাবাদ, দয়াগঞ্জে ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন জিএম কাদের ও সৈয়দ আবু হোসেন বাবলা।
এরপর দুপুর ২টায় জিএম কাদের ধোলাইপাড় এসে পৌঁছলে স্থানীয় নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাদের শ্যামপুর নিয়ে যান। জিএম কাদের ও বাবলা শ্যামপুর-কদমতলীর ধোলাইপাড় মোড়, মুরাদপুর, জুরাইন রেলগেট, জুরাইন বাজার, চৌরাস্তা মোড়, বিক্রমপুর প্লাজা, মুন্সিবাড়ী, মীর হাজিরবাগসহ ১৭টি স্পটে খাবার বিতরণ করেন। এসময় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, সমীর দে, মারুফ হাসান মাসুম, মো. রনি, লিটন আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।