চলমান কঠোর লকডাউনের দশম দিনে আজ ১২ টি মামলায় ১০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে হাটহাজারীতে।
পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক মাইকিং করেছেন- হাটহাজারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. শরিফ উল্লাহ্।
আজ তিনি হাটহাজারী পৌরসভার মিরেরহাট, কাচারি রোড, কলেজ গেট ও হাটহাজারী বাজারসহ বিভিন্ন এলাকায় র্যাব-৭ হাটহাজারী সিপিসি-২ এবং হাটহাজারী মডেল থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সরকারি নির্দেশনা অমান্য করায় হাটহাজারী পৌরসভার কলেজ গেট সংলগ্ন রহমানিয়া হাইপার শপকে ৫ হাজার, কাচারি রোডে বন্ধু স্টোরকে ১ হাজার, ভেতরে কাস্টমার বসিয়ে খাবার বিক্রি করায় মিরেরহাটের মেম্বারের রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া বিধিনিষেধ অমান্য করে মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় এবং কিছু লোককে মাস্ক ব্যবহার না করায় জরিমানা করা হয়।