প্রবাসের এ নিষ্ঠুর জীবনে কেউ কারও পাশে না দাড়ালেও প্রবাসী অধিকার পরিষদ সবসময় প্রবাসীদের পাশে থেকে কাজ করে গিয়েছে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব শাখার জেদ্দা নগরীর এক প্রবাসীর আত্মীয় কাতারে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিন কাটাচ্ছিলেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব শাখার সাংগঠনিক সম্পাদক জনাব লিমন খান ও কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদকের মাধ্যমে কাতার শাখার নেতা জনাব ফোরকান সাহেবকে বিষয়টি অবগত করা হয়।
বিষয়টি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার নেতৃবৃন্দকে অবগত করা হলে তারা দ্রুত ক্যান্সার আক্রান্ত ব্যাক্তির খোজ খবর নেন। গতকাল কাতার শাখার নেতৃবৃন্দ ক্যান্সারে আক্রান্ত মহিউদ্দিন কে কাতারের হামাদ হাসপাতালে দেখতে যান। মহিউদ্দিন এর দুটি অপারেশন হয়েছে। তাকে আগামী দুই মাস চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকতে হবে। এ সময় কাতার শাখার নেতৃবৃন্দ মহিউদ্দিন কে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার আল রাইয়্যান সিটির সমন্বয়ক জনাব নুর মোহাম্মদ বেপারী, আল রাইয়্যান শাখার সহ সমন্য়ক এফ এইচ ফোরকান, আল ওয়াকরা সিটি সমন্বয়ক মোঃ আরাফাত হোসাইন , আল শাহানীয়া সিটির সমন্বয়ক এস এম রাফিজ। প্রবাসীদের সার্থে সব সময় প্রবাসীদের পাশে আছে প্রবাসী অধিকার পরিষদ এমনটাই জানান উপস্থিত নেতৃবৃন্দ।