করোনার কারণে সীমিত পরিসরে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদ পূর্ন মিলনী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রবাসী কল্যান এসোসিয়েশন কাতার।
গত ২১ জুলাই রাতে দোহা নাজমা সুন্দরবন রেষ্টুরেন্ট এ সংগঠনের সভাপতি শেখ আকতার হোসেন এর সভাপতিত্বে এতে সভা পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি তৌহিদ মনির।
প্রধান অতিথি ছিলেন কাতারস্হ জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি কপিল উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মীর মোশারফ হোসেন নয়ন সহ সংগঠনের সদস্য বিন্দু ।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ সাইকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক কবির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, মোঃ হাসান সহ আরো অনেকে।
এই সময় বক্তারা বলেন বাংলাদেশ প্রবাসী কল্যান এসোসিয়েশন শুরু থেকে সব সময় প্রবাসিদের কল্যানে কাজ করে আসছে সব সময় এই কাজ চালিয়ে যাবে এবং সামাজিক যোগাযোগ ম্যধমে প্রবাসীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।