রাউজানের গহিরা ইউনিয়নে ভি জিএফ কার্ডের চাউল ও প্রধানমন্ত্রীর ঘোষিত ইউনিয়ন ভিক্তিক করোনা টিকা প্রদানে উৎসাহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বাশিঁ। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা জন স্বাস্থ্য উপ প্রকৌশলী রহমত উল্লাহ, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, ইউপি সচিব নুর খান, ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাকিল, ওসমান গণি প্রমুখ। ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বাশিঁ স্থানীয় লোকজনকে ভোটার আইডি কার্ড প্রদর্শন করে ভ্যাকসিন টিকা গ্রহনের আহবান জানিয়ে বলেন. প্রধানমন্ত্রী সকল শ্রেণী পেশার মানুষকে ভ্যাকসিন টিকা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে টিকা প্রদানের সিন্ধান্ত নিয়েছেন। মানুষের জীবণ বাঁচাতে প্রধানমন্ত্রীর মহৎ মানবতার নির্দেশন। তিনি বলেন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশনা সবাই যেন টিকা গ্রহণ করেন। পরে তিনি বি জি এফ কার্ডের চাউল বিতরণ করেন।