নবীনগর চন্দ্রা মহাসড়কের ওয়াল্টন মার্সেল ফ্যাক্টরীর পাশ ঘেষে পুকুরে উল্টে গিয়ে ট্রাকচালক ও রডের ডিলার নিহত ও ২জন আহত হয়েছে। স্হানীয় সুত্রে জানাযায় চট্টগ্রাম থেকে ছেরে আসা একটি ট্রাক ভর্তি লোহার এংগেল, রডসহ ট্রাকটি উল্টে পুকুরে পরে গিয়ে দুই জন নিহত ও দুই জন আহত হয়েছে।
১২ (জুলাই) সোমবার সকালে নবীনগর – চন্দ্রা মহাসড়কের ওয়ালটন মার্সেল ফ্যাক্টরির পাশেই একটি লোহার রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে গিয়ে ট্রাকচালক ও রডের ডিলার ঘটনা স্হলেই ট্রাকটি দুমড়ে মুচড়ে পরে দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন। পরে ঘটনা স্হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের ক্যাবিন কেটে লাশ উদ্ধার ও দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনা স্হলে গিয়ে দেখাযায় ট্রাকটি দুমড়ে মুচড়ে পুকুরের পানিতে খানিকটা ডুবে থাকতে দেখা যায় ।স্হানীয়রা এ প্রতিবেদককে জানায়, সকাল বেলা রডবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার খবর পান। ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ ও দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা এ প্রতিবেদককে জানান, রড বোঝাই ট্রাকটি হেল্পার চালচ্ছিলো এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশেই পুকুরে পরে যায় ট্রাকটি। এসময় রডের নিচে চাপা পড়ে ট্রাকের মালিক নিজেই ড্রাইভার ও রডের ডিলার মারা যান।
দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।