গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চন্দ্রা নবীনগর মহাসড়কের জিরানি বাজারের ইউটার্ন পুলিশ চেকপোস্টে শ্যামল বাংলা’র বিশেষ প্রতিবেদক ও সাভারের আলোচিত দৈনিক ফুলকি পত্রিকার কাশিমপুর প্রতিনিধি মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’র সাক্ষাৎকারের শেষ পর্যায়ে একটি পন্যবাহী ট্রাকের চাকা বাস্ট হয়ে একজন মোটর সাইকেল আরোহী দায়িত্বরত গাজীপুর মেট্র পুলিশের সার্জেন্ট ওয়াসিম,একাত্তর ট্রিবিউন এর ক্যামেরা পার্সন ও আরোও একজন সাংবাদিক আহত হয়েছে।
বুধবার (৭জুলাই) সকালে ১২.২৮মিনিটে জিরানি বাজারের চন্দ্রা নবীনগর মহাসড়কের সিরাজগঞ্জ হোটেলের সামনে ইউটার্ন পুলিশ চেকপোস্টে দায়িত্বরত পুলিশ অফিসারদের একাত্তর ট্রিবিউন এ সাক্ষাৎকার নেওয়ার শেষ পর্যায়ে সাভার থেকে কোনাবাড়ীগামী একটি ট্রাকের চাকা বাস্ট হয়ে ২জন সাংবাদিক একজন মোটর সাইকেল আরোহী একজন পুলিশ কর্মকর্তা আহত হয়। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায়।
এ ঘঠনার পরে ট্রাক চালককে একটি মামলা দেওয়া হয়। গাজীপুর জেলা মেট্রোপলিটন পুলিশ, আশুলিয়া থানা পুলিশ, কাশিমপুর থানা পুলিশ ও গাজীপুর জেলা পুলিশের চৌকস পুলিশ সদস্যদের পাকরাওয়ে ট্রাকটির কাগজপত্র, ফিটনেস,ও ড্রাইভিং লাইসেন্স সহ সব ঠিক থাকায় দূর্ঘটনা বসত ঘটনা ঘটায় একটি মামলা দিয়ে ছেরে দেওয়া হয়।