বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশনায়ক তারেক রহমানকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি এবং নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে কাউন্সিলের মাধ্যমে সিনিয়র যুগ্মমহাসচিব দায়িত্ব দেওয়া হয়।চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও দলের সিদ্ধান্ত মোতাবেক চেয়ার পার্সন কার্যালয়ের সার্বিক দায়িত্ব ভার গ্রহন করেন জনাব তারেক রহমান।রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এককথায় দেশ এবং দল পরিচালনার এক আধুনিক গবেষনাগার হিসেবে পরিকল্পিত ভাবে কাজ শুরু হয় চেয়ারপার্সন কার্যালয়ে।ভবনের নাম অনুসারে হাওয়া ভবন নামেই চেয়ারপার্সন কার্যালয় সবার কাছে পরিচিত ছিল।শিক্ষিত মেধাবী একদল আধুনিক কর্মীবাহিনী এবং বিএনপি’র সিনিয়র নেতাদের সমন্বয়ে বিশ্বায়নের চ্যালেন্জ মোকাবিলা এবং বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি এবং উন্নয়নশীল থেকে সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরের বাস্তবধর্মী কাজ শুরু করেন জনাব তারেক রহমান।দক্ষ কর্মীবাহিনী দিয়ে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক বিষয়ে তৃনমূল পর্যায় থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে সমস্যগুলো চিহ্নিত করন।স্ব স্ব ক্ষেত্রের এক্সপার্টদের মতামত গ্রহন করে দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সমাধের সঠিক এবং কার্যকর পরিকল্পনা প্রনয়ন করত: তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সরকার পরিচালনায় অংশগ্রহনকারী নেতৃবৃন্দকে সরবরাহ করার মধ্য দিয়ে নিরলস ভাবে কাজ করেছে চেয়ারপার্সন কার্যালয় ।রাতদিন কঠোর পরিশ্রম করে একটি পরিকল্পিত তথ্য ভান্ডার তৈরি করে তা সংরক্ষন করত: সারা বাংলাদেশকে এক জায়গায় করার কাজে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ছিল লক্ষ্যনীয়।আমরা যখনই সাংগঠনিক কাজে হাওয়া ভবনে যেতাম লক্ষ্য করতাম জনাব তারেক রহমানের নেতৃত্বে একদল কাজ পাগল মানুষের প্রানবন্ত কর্মযজ্ঞ।কাজ কাজ এবং কাজ ই ছিল একমাত্র মিশন।যে মিশনের মাধ্যমে এক পরিকল্পিত ভিশনের দিকে দিপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়া।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং পরিকল্পনা বাস্তবায়নে নেপথ্যের এক মহানায়কের ভূমিকায় ছিলেন আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারের রহমান।
শিক্ষা স্বাস্হ্য কৃষি শিল্প সাহিত্য মানবাধিকার আইনের শাষন অবকাঠামো ও সামাজিক উন্নয়ন,দেশীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং যোগাযোগ, আধুনিক জ্ঞান-বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও আধুনিকায়নের চ্যালেন্জ সহ সামগ্রীক বিষয়ে গবেষনা করা এবং গবেষণালব্দ তথ্যের ভিত্তিতে কাজ করার মধ্যে ছিল রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা এবং বিচক্ষনতা।যে ভাবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনার চৌকষ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ দক্ষিন এশিয়ার একটি অর্থনৈতিক ও রাজনৈতিক পরাশক্তি হওয়া ছিল সময়ের ব্যাপার।২০০৫ সনের ইকোনমিকস টাইম ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী বিশ্বের যে ১১ টি দেশ অর্থনৈতিক পরাশক্তি হওয়ার পথে এগিয়ে যাচ্ছিল তার মধ্যে আমাদের বাংলাদেশের নামও ছিল।
শুধু দেশ গঠন নয় দলগঠনেও শুরু হয়েছিল এক বিশাল পরিকল্পিত কর্মযজ্ঞ।দলের ত্যাগী পরিক্ষিত এবং সময়োপযোগী নেতৃত্বের মাধ্যমে দল পরিচালনা করতে জনাব তারেক রহমান তৃনমূল প্রতিনিধি সভা এবং কাউন্সিলের প্রচলন শুরু করেন।গনতান্ত্রিক উপায় নেতৃত্ব নির্বাচন এবং যৌথ নেতৃত্বের মাধ্যমে দল পরিচালনার মধ্যে ছিল একজন পরিপূর্ন রাজনৈতিক নেতার ছুঁয়া।
চলবে…
লেখকঃ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক | ও সাবেক কেন্দ্রীয় সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল |