ফেনীর দাগনভুঞা উপজেলার দুধমুখা টু সেবারহাট সড়ক থেকে ইয়াবাসহ এক যুবক কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
২৭ জুলাই (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা ডিবি পুলিশের একটি দল একরামুল হক(৪৯) কে ১০০ (একশত) পিস ইয়াবা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত একরামুল হক দাগনভুঞার উত্তর চন্ডিপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। ডিবি জানায় সে দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছে। আজকে সোর্সের মাধ্যমে খবর পেয়ে আমরা একরামুলকে উপজেলার দুধমুখা টু সেবারহাট সড়ক থেকে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করি।