ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা সদরে লকডাউন বিধিনিষেধ লঙ্ঘন করে লোকসমাগম করায় রিভারভিউ রেস্টুরেন্টের মালিককে দুই হাজার টাকা অর্থদণ্ড করলেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন।
বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় থানা পুলিশের সহযোগিতায় আকষ্মিক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড করা হয়।
জানা যায়, পরবর্তীতে এমন আর হবে না এ মর্মে লিখিত অঙ্গীকার দেয় রেস্টুরেন্টের মালিক।
সহকারী কমিশনার ভূমি মোশারফ হোসেন বলেন, লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।